গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার জামেয়া ইসলামি আইডিয়াল মাদ্রাসায় সকাল থেকে শুরু হয়ে চক্ষু শিবির চলে বিকেল ৪টা পর্যন্ত।
এ ফ্রি চক্ষু শিবিরে প্রায় ৫০০জন চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয়। এছাড়াও ৪০জন রোগীকে সনাক্ত করে সিলেটে নিয়ে চোখের ছানি অপারেশন করানো হয়।
এদিকে সকাল ১১টায় ফ্রি চক্ষু শিবিরটি পরিদর্শনে আসেন ইস্ট লন্ডন মসজিদ এর ট্রাস্টি সিরাজ সালেকীন, ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের সদস্য যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট ছড়াকার আবু তাহের, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মিতা তাহের, লাকি মুনিম, জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মুহিবুল্লাহ হুসনেগীর, তরুণ সমাজসেবী আসাদুজ্জামান পাপ্পু, আনোয়ার হুসেন আনা, মাওলানা আব্দুল মজিদ, শাহিদ আহমদ, আব্দুল আহাদ চৌধুরী কাওছার, সিয়াম আহমদ চৌধুরী, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইসমাইল আহমদ, সাবেক সভাপতি সোলেমান আহমদ, সাকের ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, কোষাধ্যক্ষ মেহেদী হাসান প্রমুখ ।
হিলালপুর সমাজ কল্যাণ সংঘ, টি ফাইভ প্রশিক্ষণ কেন্দ্র এবং জামেয়া ইসলামি আইডিয়াল মাদ্রাসার ব্যবস্থাপনায় এই চক্ষু শিবিরে আর্থিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুন নুর, মোহাম্মদ সেলিম উদ্দিন, খলিলুর রহমান, তালাত সিদ্দিকী, আবু তাহের, দেলওয়ার হোসেন, ফারুক মিয়া, সুলতান হায়দার জসিম, সামসুল হক এহিয়া, সোহেল উদ্দিন ও মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল।