সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন


তাহসান-রোজার হানিমুনের ছবি ও ভিডিও ভাইরাল

তাহসান-রোজার হানিমুনের ছবি ও ভিডিও ভাইরাল

তাহসান-রোজা

শেয়ার বোতাম এখানে

বিনোদন ডেস্ক : প্রখ্যাত সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদ বিয়ের পরপরই মালদ্বীপে হানিমুনে গেছেন। সেখানকার কিছু ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

রোববার (১২ জানুয়ারি) রোজা আহমেদ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হানিমুনের বেশ কিছু ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন, যা নেটিজেনদের প্রশংসা অর্জন করছে।

ছবি এবং ভিডিওর ক্যাপশনে রোজা লিখেছেন, ‘জীবনের চাদরে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে। একটি ভালোবাসা এত শক্তিশালী, এত ঐশ্বরিক’।

পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, সাগরপাড়ে বালুময় বিচে হাঁটছেন রোজা। তিনি পরেছিলেন একটি লাল রঙের স্লিভলেস ক্লাসিক ড্রেস, আর তাহসান পরেছিলেন গোলাপি রঙের শার্ট এবং সাদা রঙের থ্রি-কোয়াটার প্যান্ট।

গোধূলি লগ্নে প্রকৃতির সৌন্দর্য ও নব দম্পতির আনন্দ একাকার হয়ে ছবিতে ফুটে উঠেছে। রোমান্টিক পরিবেশে উচ্ছ্বসিত নব দম্পতির খুশি দেখে নেটিজেনরা মন্তব্য করছেন, তারা তাদের জীবনের অন্যতম সেরা মুহূর্ত পার করছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin