সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন


সিকৃবির কমিটিতে ফ্যাসিস্ট সরকারের দোসর, ক্যাম্পাসে ক্ষোভ

সিকৃবির কমিটিতে ফ্যাসিস্ট সরকারের দোসর, ক্যাম্পাসে ক্ষোভ


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একটি কমিটিতে গেলো ফ্যাসিস্ট সরকারের একজন দোসর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় ক্যাম্পাসে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তিনি পদে থাকায় বাকিরা দায়িত্ব পালনে নিরুৎসাহিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সিকৃবির একটি সূত্র জানায়, ক্যাম্পাসে সাংস্কৃতিক সংগঠন বিনোদন সংঘের কমিটিতে বিতর্কিত সদস্যদের রাখা হয়েছে। এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং কর্তৃপক্ষ গঠন করে থাকে। সম্প্রতি ২১ সদস্য বিশিষ্ট বিনোদন সংঘের নতুন কমিটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়। এতে গুরুত্বপূর্ণ পদ সহসভাপতির দায়িত্ব পান রাহুল ভট্টাচার্য্য। যিনি মৌলিক শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক। আপত্তি সেখানেই। তার বিরুদ্ধে অভিযোগ, সিকৃবি ক্যাম্পাসে তিনি ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর ছিলেন। তিনি গত আওয়ামী সরকারের চেতনা ও আদর্শের সংগঠন “গণতান্ত্রিক শিক্ষক পরিষদের” সক্রিয় কর্মী । আওয়ামী সরকারের সময়ের বিতর্কিত ভিসি প্রফেসর ডা. জামাল উদ্দিন ভুঁইয়ার গড়া সংগঠন “কৃষ্ণচুড়া”র গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ছিলেন, এখনও কাজ করছেন।

এ প্রসঙ্গে বিনোদন সংঘের নবগঠিত কমিটির সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকী বলেন, রাহুল ভট্টাচার্য্য সাংস্কৃতিক চর্চা করতেন বলে জানি। তিনি কৃষ্ণচুড়া বা অন্য সংগঠনে ছিল কিনা আমার জানা নেই। তবে শুনেছি, তিনি স্বৈরশাসকের দোসর, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিলেন এবং এখনও আছেন।

অবশ্য আওয়ামী রাজনীতির সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন রাহুল ভট্টাচার্য্য। বলেছেন, বিভিন্ন সময়ে আওয়ামী ধারার সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন। সম্প্রতি বিনোদন সংঘের দায়িত্বেও তাকে দেয়া হয় বিশ্ববিদ্যালয় থেকে। দায়িত্ব পাওয়ার পর ক্যাম্পাসে কোনো নেতিবাচক প্রতিক্রিয়ার কথা তার কানে আসেনি। তবে এ দায়িত্ব পালনে তিনি আগ্রহী নন জানিয়ে বলেন, কয়েকদিন আগে আমি পদ থেকে অব্যহতি চেয়ে চিঠি দিয়েছি। যদিও তার এ চিঠি প্রাপ্তির কথা অস্বীকার করেন সংগঠনের সভাপতি প্রফেসর নাসরিন সুলতানা লাকী। বলেন, জমা দিলে নিয়ম তান্ত্রিকভাবে আমার কাছেই আসতো। তার অব্যহতির কোনো চিঠি আমি পাইনি। পেলে ভিসির সাথে বিষয়টি নিয়ে কথা বলবো।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এই সংগঠনের সাথে জড়িত সদস্যরা দাবি করেন, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কমিটি গঠন করা হয়নি। কোষাধ্যক্ষ পদে একজন অফিসার থাকার কথা। কিন্তু নেই।এই কমিটিতে একজন অফিসার থাকলেও তিনি সদস্য হিসেবে আছেন। সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক সংগঠন বিনোদন সংঘ অনেক পুরনো হলেও দীর্ঘদিন এটি ছিল হিমাঘারে। প্রাক্তন ভিসি প্রফেসর জামাল উদ্দিনের ব্যক্তিগত সংগঠন কৃষ্ণচুড়ার চাপে পড়ে আলোর মুখ দেখেনি কখনও। কোন ফাইলপত্র পর্যন্ত বিনোদন সংঘের কাছে নেই। সবকিছু আগেই খোয়া গেছে। শুধুমাত্র কিছু নিয়োগপত্র রয়েছে গত পরিষদের সভাপতি প্রফেসর ড. মৃত্যঞ্জয় কুন্ডুর। নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সংগঠনের অনুমোদনের সুপারিশ এই সংগঠনটির মাধ্যমে করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বত্র এখনও দোসরদের রাজত্ব চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এর বিরুদ্ধে যে সকল শিক্ষক দৃঢ় অবস্থান ছিলেন তারা আছেন আগের মতই। বিশ্ববিদ্যালয়ের অরিয়েন্টেশন অনুষ্ঠানের সাংস্কৃতিক কমিটিতে তার সকলেই নেতৃত্ব দিয়েছেন। সেখানে বিনোদন সংঘের সভাপতি বা সেক্রেটারিকে রাখা হয়নি। অথচ বিতর্কিত অন্যন্য শিক্ষকসহ রাহুল ভট্টাচার্য্যকেও রাখা হয়। কমিটির সদস্যরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদের নিয়ে বর্তমান পরিস্থিতিতে কাজ করা সঠিক হবে না। তারা দোসরদের স্বার্থই সংরক্ষণ করবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin