জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বাদ আছর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের আহতরা হলেন, পাইলগাঁও গ্রামের মাহমুদ আলীর পুত্র হোসেন রশিদ (৩৫), হাড় গ্রামের আব্দুর রশিদ (৩৬), পাইলগাঁও গ্রামের সোনাফর আলীর পুত্র আমীর আলী (৬০), নেছার আলীর পুত্র ইমন মিয়া (১৯)। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, গ্রামের কৃষি জমি নিয়ে আমির আলী আব্দুর রশিদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার বিকেলে আব্দুর রশিদের গরু ও হাঁস আমির আলীর সবজি ক্ষেত ক্ষতিগ্রস্থ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, এ ঘটনায় এক পক্ষ জগন্নাথপুর থানায় মৌখিকভাবে জানায়। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।