সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন


যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দিলেন আবিদা ইসলাম

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দিলেন আবিদা ইসলাম


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের জন্যে বাংলাদেশের অতিরিক্ত ও পূর্ণক্ষমতাপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন হাইকমিশনার আবিদা ইসলাম।

তিনি এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। আবিদা ইসলাম ১৫তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যোগ দিয়েছিলেন। পেশাদার কূটনীতিক হিসেবে ২০ বছর ধরে তিনি বিভিন্ন সময়ে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেন। ঢাকা

বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন আবিদা।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনীমকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় সরকার। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তিনি প্রায় ছয় বছর ধরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের পদে দায়িত্ব পালন করছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে ওই কূটনীতিককে ঢাকায় বদলি করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin