সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন


আমির হোসেনের মায়ের ইন্তেকালে লন্ডন মহানগর বিএনপি’র শোক প্রকাশ

আমির হোসেনের মায়ের ইন্তেকালে লন্ডন মহানগর বিএনপি’র শোক প্রকাশ


শেয়ার বোতাম এখানে

প্রবাস ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লন্ডন মহানগর শাখার অন্যতম সিনিয়র নেতা ও বিশিষ্ট কমিউনিটি সংগঠক আমির হোসেনের মা, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি গ্রামের বাসিন্দা এবং হাজী মুক্তাদির আলীর স্ত্রী, বাংলাদেশে গত ৩১ জানুয়ারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

তিনি ছিলেন ধর্মপ্রাণ, সজ্জন ও সবার প্রিয় একজন মানুষ। সারা জীবন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, মরহুমার মৃত্যুতে সদ্য সাবেক লন্ডন মহানগর বিএনপি’র সভাপতি মোঃ তাজুল ইসলাম ,সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী এক বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin