বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:২১ অপরাহ্ন


একদিন পুরো কাশ্মীর আমাদের হবে : পাক সেনাপ্রধান

একদিন পুরো কাশ্মীর আমাদের হবে : পাক সেনাপ্রধান


শেয়ার বোতাম এখানে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর ভারতের দখলে থাকা কাশ্মীর নিয়ে বড় ধরনের মন্তব্য করেছেন। আজ (৫ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মীর সফরের সময় তিনি বলেন, “একদিন পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে।” তিনি আরও জানান, ভারতীয় জম্মু-কাশ্মীরের জনগণ যে পাকিস্তানে যোগ দেয়ার জন্য লড়াই করছে, তা পাকিস্তান সবসময় সমর্থন করবে।

পাক সেনাপ্রধান হুমকি দিয়ে বলেন, যারা পাকিস্তানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে। তিনি যোগ করেন, পাকিস্তান নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করবে যেকোনো মূল্যে। “কাশ্মীরের জনগণের ইচ্ছা অনুযায়ী, একদিন কাশ্মীর অবশ্যই স্বাধীন হয়ে পাকিস্তানের অংশ হবে,” বলেন তিনি।

এছাড়া, মুজাফ্ফরাবাদে কাশ্মীর আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেনারেল মুনীর। তিনি ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মীরের নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন এবং তাদের আশ্বস্ত করেন যে পাকিস্তান কাশ্মীরবাসীর স্বাধীনতা সংগ্রামে সবসময় পাশে থাকবে।

কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে দীর্ঘ ৭০ বছর ধরে দ্বন্দ্ব চলছে এবং উভয় দেশই অঞ্চলটিকে নিজেদের দাবি করে। এ পর্যন্ত দুইবার যুদ্ধও হয়েছে এই ইস্যুতে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin