শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে এফআইভিডিবির আরইসিসি প্রজেক্টের আয়োজনে ও ওয়েল হাঙ্গার হিলফির আর্থিক সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা শফিক উদ্দিন, সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্যানেটারি ইন্সপেক্টর শেখর কান্তি পাল৷
এসময় এফআইভিডিবির আরইসিসি প্রকল্পের এডভোকেসি এন্ড কমিউনিকেশন মোহাম্মদ সুলতান মাহমুদ, ফিল্ড অফিসার মো. সোলায়মান সরকার, নাসিমা আক্তার বানুসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।