বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন


শান্তিগঞ্জে পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

শান্তিগঞ্জে পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

শান্তিগঞ্জে পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

শেয়ার বোতাম এখানে

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগ্রাম দারুল উলূম কাড়ারাই মাদ্রাসা প্রাঙ্গণে তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মোর্শেদ আলম মো. মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগ্রাম দারুল উলূম কাড়ারাই মাদ্রাসার মুহতামিম মাওলানা আখতার হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিস ব্যক্তিত্ব লুৎফুর রহমান, মাওলানা ছমির উদ্দিন সালেহ, পূর্বপাগলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাওলানা ছালিক আহমদ ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম সুমন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সমাজের বিশাল একটি অংশ অসহায় ও সুবিধাবঞ্চিত। পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থা যে উদ্যোগ গ্রহণ করেছে, তা শুধু শীতবস্ত্র বিতরণই নয়, বরং সমাজে মানবতার প্রয়োগের এক উজ্জ্বল উদাহরণ। তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তাদের একান্ত মনোযোগ ও কাজের প্রতি দায়বদ্ধতার প্রমাণ। সবার মধ্যে ঐক্য এবং একে অপরের পাশে দাঁড়ানোর আগ্রহ আমাদের সমাজকে আরও শক্তিশালী সুন্দর করে তুলতে পারে। ভবিষ্যতেও তাদের এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরো অনেক মানুষকে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দুর রহমান, শাহাব উদ্দিন, আবুল কাসেম, নেওয়াজ আহমদ, নাজু আহমদ, হাসন রাজা, খসরু মিয়া, আকমল হোসেন, শিহাব আহমদ, মারুফ আহমদ, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, তানভীর আহমদ, হাবিবুর রহমান, শাকিব খান, মাহবুব আহমদ প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin