বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন


বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যু : রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যু : রাষ্ট্রিয় মর্যাদায় দাফন


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামান চেয়ারম্যান। তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালিজুরী গ্রামের বাসিন্দা। গত ১৭ ফেব্রুয়ারি তিনি আমেরিকার একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে লাশটি নিয়ে সকাল ৮টায় পৌছান তার ছোট ছেলে আনিস জামান।
রাত ৮টায় নিজ বাড়িতে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামানকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী। এ সময় কফিনে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এসময় উপস্থিত ছিলেন দেওকলস ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লায়েক আহমদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমের নাতি কায়ছার রহমান শিপন জানান, মোহাম্মদ নুরুজ্জামান ৭১ সালের রণাঙ্গণের একজন অকুতভয় সৈনিক ছিলেন। তিনি যুদ্ধের পর জার্মান চলে যান। পরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুর সময় তিনি ২ ছেলে ও ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী গেছেন। এদিকে, জাতির এই শ্রেষ্ট সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin