নিজস্ব প্রতিবেদক : দক্ষিন সুরমা উপজেলা পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে সুলভ মূল্যে মোগলাবাজারে গরুর মাংস বিক্রয়ের ব্যবস্থা করা হয়।
এছাড়া বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় নেতৃত্বে বাজার মনিটরিংয়ে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমমতাজ বেগম ও থানার অফিসার ইনচার্জসহ আরও অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়, বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে রমজান মাস জুড়ে উপজেলার সকল বাজারে মনিটরিং কার্যক্রম এবং কোন ব্যবসায়ী যেনো হঠাৎ করে কোন পন্যের দাম বাড়িয়ে দিতে না পারে সেই বিষয়ে আমাদের কড়া নজরদারি অব্যাহত থাকবে।