বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন


অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে : খোশনূর রুবাইয়াৎ

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে : খোশনূর রুবাইয়াৎ

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে : খোশনূর রুবাইয়াৎ

শেয়ার বোতাম এখানে

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত ‘মেঘনা ব্রিকস’র স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার হাজিরাই মৌজার মুরাদপুর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এ ব্রিকসফিল্ডের সব স্থাপনা ভেঙে দেওয়া হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে : খোশনূর রুবাইয়াৎ

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবল ইসলাম। তাকে শাহপরান থানার পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সহায়তা করেন।

 

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছিলো মেঘনা ব্রিকস। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধ ওই ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। সেইসাথে ওই ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

 

তিনি আর বলেন, “পরিবেশ ও কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। অনুমোদন ছাড়া পরিচালিত কোনো ইটভাটাকে ছাড় দেওয়া হবে না।”

 

এ ছাড়া কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin