বিশ্বনাথ প্রতিনিধি:: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা অল্প সম্মানী পান। তবুও তারা খুশি। আমাদেরকেও তাদের প্রতি সম্মান জানিয়ে তাদের সবসময় সহযোগিতা করা প্রয়োজন। ইমাম মোয়াজ্জিনদের সম্মানীর ব্যাপারে আমাদেরকে আরো সচেতন হতে হবে।
বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে সিলেটের বিশ্বনাথে পৌরসভা ও সদর ইউনিয়নের মসজিদের ৪১জন ইমাম-মুয়াজ্জিনকে টাকা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর মসজিদের ইমামদের মুক্তভাবে কথা বলার অধিকার ছিল না। তাদেরকে ফ্যাসিস্টরা ভয় দেখিয়ে রাখতো। এখন আমরা ফ্যাসিস্টমুক্ত হয়েছি। কথা বলার অধিকার পেয়েছি। সবাই মিলে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই।
প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বনাথ পৌরসভা ও সদর ইউনিয়নের মসজিদের ৪১জন ইমাম-মুয়াজ্জিনকে ৪ লক্ষ ৩৪ হাজার টাকা উপহার হিসেবে দিয়েছে বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।
ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি ও বিশিষ্ট রাজনীতিবীদ গৌছ আলীর সভাপতিত্বে ও ট্রাস্টের ইসি মেম্বার জয়নাল আবেদীন এবং প্রবাসী এডুকেশন ট্রাস্টের কোঅর্ডিনেটর মাস্টার নিশি কান্ত পালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি আব্দুল মজিদ, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, ছয়ফুল হক, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রাজনীতিবীদ মো. লিলু মিয়া, সাবেক শিক্ষক ও বিশিষ্ট রাজনীতিবীদ ইমাদ উদ্দিন মাস্টার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের অন্যতম ট্রাস্টি মুমিন খান মুন্না।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, রাজনীতিবীদ ডা. মাহবুব আলী জহির, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুল বাছিত বকুল, প্রফেসর মোনায়েম খান, রাজনৈতিক সংগঠক কাওছার খান, কাওছার খান তুলাই, কদর উদ্দিন, লিলু মিয়া, ওয়াসিম উদ্দিন, সংগঠক এম. কাওছার আহমদ, ইউপি সদস্য আফিজ আলী, ছাত্রনেতা ফাহিম আহমদ, জাকির হোসেন ইমনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।