বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:২২ অপরাহ্ন


এমসি কলেজের ঘটনায় প্রতিবেদন প্রকাশ, দায়ীদের তালিকায় শিবিরকর্মী

এমসি কলেজের ঘটনায় প্রতিবেদন প্রকাশ, দায়ীদের তালিকায় শিবিরকর্মী


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়কর্মী ও তালামীয নেতা মিজানুর রহমান রিয়াদের উপর ছাত্র শিবিরের হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। গত ৬ মার্চ বৃহস্পতিবার তদন্ত কমিটির আহ্বাবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ূন কবীর চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিটি একাডেমিক কাউন্সিলে এ প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে এমসি কলেজ ছাত্র শিবিরের বিজ্ঞান সম্পাদক সৈয়দ ইসমাইল হোসেন, সক্রীয় কর্মী নাজমুল ইসলাম নাইম ও আব্দুল্লাহ আল আদনান, আব্দুর রহমান সোহাগ ও সাদমানকে সতর্ক করা হয়। ইসমাইল ছাড়া বাকি চারজনের পদবি অজ্ঞাত হলেও তারা শিবিরের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। বুধবার হামলার শিকার মিজানুর রহমান রিয়াদ, প্রত্যক্ষদর্শী জুনেদ আহমদ ও শাখা তালামীযের নেতৃবৃন্দ কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ প্রতিবেদন উপস্থিত নেতৃবৃন্দের সম্মুখে পড়ে শোনান।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি রাতে এমসি কলেজের ছাত্রাবাসের ১ম ব্লক নিজ রুমে শিবির কর্মীদের অতর্কিত হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রীয় কর্মী মিজানুর রহমান রিয়াদ। ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রিয়াদ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কলেজ শাখার সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক । নির্যাতনের ঘটনায় শিবির নেতাকর্মীদের প্রত্যক্ষ সম্পৃক্ততা প্রমাণ হওয়া সত্বেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়ায় হতাশা ব্যক্ত করেছেন হামলার শিকার শিক্ষার্থী রিয়াদ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin