সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন


বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ’র কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ’র কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ এর কার্যনির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ওয়ারেন শহরের রেস্টুরেন্ট স্পাইস ২১ -এ এ আয়োজন সম্পন্ন হয়।

এতে ঈদ​-উল-ফিতর, মহান স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে সাংবাদিকদের মাঝে আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা ও মতবিনিময় হয়। মিশিগানে অবস্থানরত প্রিয় সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন এবং মিলনমেলায় রূপ নেয় এই সন্ধ্যা।

সভাটি সঞ্চালনা করেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল ফারদৌস। সভাপতিত্ব করেন ক্লাবের সম্মানিত সভাপতি হেলাল উদ্দিন রানা।

আলোচনা পর্বে প্রেস ক্লাবের বিগত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও মিডিয়া জগতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ আরও বেগবান করার উপায় নিয়ে বিশদ আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি পার্থ দেব, সহ-সভাপতি শফিক রহমান, সহ-সাধারণ সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি, কার্যনির্বাহী সদস্য ফয়সাল আহমেদ মুন্না, হারান​ কান্তি, মাহমুদুল হক লিটু, সঞ্জয় দেব এবং ইশতিয়াক​ আহমেদ রূপু।

বক্তারা বলেন, বাংলা প্রেস ক্লাব শুধু একটি সাংবাদিক সংগঠন নয়, এটি বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সবাই মিলে আগামী দিনে প্রেস ক্লাবের কার্যক্রম আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানানো হয় এবং একটি প্রাণবন্ত মিলনমেলায় আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin