মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন


২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

শেয়ার বোতাম এখানে

নিউজ ডেস্ক : দুই ঘণ্টার ভেতরে বোতলকাণ্ডে আটক শিক্ষার্থী হুসাইনকে না ছাড়লে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।

শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে এই হুঁশিয়ারি দেন তিনি।

শামসুল আরেফিন বলেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সামান্য একটি বোতল নিক্ষেপের ঘটনাকে বড় করা হচ্ছে। আমরা জানতে পেরেছি সেই শিক্ষার্থীকে ডিবি তুলে নিয়েছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ২ ঘণ্টার ভেতর তাকে ছেড়ে না দেওয়া হলে আমরা ডিবি অফিস ঘেরাও করব।

তিনি বলেন, বোতল নিক্ষেপকারী সেই শিক্ষার্থী হোসাইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন ও নীতিমালা অনুযায়ী তদন্ত সাপেক্ষে, বোতল নিক্ষেপের উদ্দেশ্য জেনে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমাদের ওপর হামলার বিচারের আগে, ব্যবস্থা নেওয়ার আগে হুসাইনের গায়ে একটি ফুলের টোকাও দেওয়া যাবে না।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য রায় বলেন, ওর কোন ক্ষতি করা হলে এ বিষয়ে আমরা জবিয়ানরা সর্বোচ্চ প্রতিবাদ জানাবো। রাষ্ট্র যদি একটি বোতলের বিপরীতে টিয়ারশেল, গুলি ও রক্তকে দাঁড় করায় তাহলে তা পুরোপুরি অন্যায় হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin