মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন


টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলার সুলুক আহমদ

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলার সুলুক আহমদ


শেয়ার বোতাম এখানে

প্রবাস ডেস্ক:

যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলর কাউন্সিলার সুলুক আহমদ।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় হোয়াটচ্যাপেলের টাউন হল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ভোটাভুটি হয়। এ সময় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের ভোটে ২০২৫-২৬ পৌর বর্ষের জন্য কাউন্সিলের স্পিকার নিযুক্ত হন খালেদ।

তিনি কাউন্সিলর ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ
স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলার বেলাল উদ্দিন এবং ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার। অন্যান্য কেবিনেট মেম্বার হয়েছেন কাউন্সিলার আবু তালহা চৌধুরী, কাউন্সিলার কবির আহমদ, কাউন্সিলার মোস্তাক আহমদ, কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার শাফি আহমদ, কাউন্সিলার কামরুল ইসলাম মুন্না, কাউন্সিলার বদরুল চৌধুরী, কাউন্সিলার সায়ীদ আহমদ।

বাংলা টাউন ও স্পিটালফিল্ড ওয়ার্ডের কাউন্সিলার সুলুক আহমদ এর দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার জগ্ননাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে, তিনি তিন ছেলে ও তিন জন মেয়ের জনক।

স্পিকার নিযুক্ত করায় কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাউন্সিলার সুলুক।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin