গোলাপগঞ্জ প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার লক্ষিপাশা ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় দিনব্যাপী মতবিনিময় করেন তিনি।
ওইদিন সকাল ১১টায় লক্ষিপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘোষগাও গ্রামে, বিকেল ৪টায় ৫ নং ওয়ার্ডের সারপাড়া গ্রামে, এরপর সন্ধ্যায় লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মতবিনিময় করেন।
এসব মতবিনিময় সভায় সৈয়দা আদিবা হোসেনকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে আসার আহবান জানান নেতাকর্মীরা।
এসময় সৈয়দা আদিবা হোসেন তার পিতা সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ মকবুল হোসেনের মত গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও সৈয়দ আদিবা হোসেন বিকেল সাড়ে ৫টায় ২০২৩ সালের ৩১ অক্টোবর পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মদনগড়ি গ্রামের যুবদল নেতা জিল্লু রহমানের বাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেন।