প্রবাস ডেস্ক:
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড সাদিকুর রহমান লিঙ্কনের যুক্তরাজ্য (লন্ডন) ভ্রমণের উদ্দেশ্যে অবস্থান করছেন। এসময় তিনি লন্ডনের বিবিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীর সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
তারই ধারাবাহিকতায় গত বুধবার (১৮ জুন) তিনি লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ ও নির্বাহী মেয়র লুতফুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
পূর্ব লন্ডনে অবস্থিত টাউন হলে মেয়রের চেম্বারে এ সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন কেভিনেট মেম্বার কাউন্সিলর বদরুল চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের ও সিনিয়র সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কমিউনিটি ব্যক্তিত সাব্বির আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ।
সাইবার নিরাপত্তা ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন স্পিকার সুলুক আহমদ ও নির্বাহী মেয়র লুতফুর রহমানের ভ্রুয়সী প্রশংসা করেন এবং বরিশালে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানান।