ছাতক প্রতিনিধি:
সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি তোফায়েল আহমদ (২৮) ও তার স্ত্রী তানজিয়া তাবাসসুম প্রিমা (২৬)কে দুটি মামলার এজহারভুক্ত আসামী করে খুজছে পুলিশ।
তোফায়েল আহমদের পরিবার সূত্রে জানা যায়, পুলিশ ইতিমধ্যে দুই তিনবার তোফায়েল আহমদের বাড়িতে খুঁজে পুলিশ অভিযান চালায়। তাকে না পেয়ে পুলিশ পরিবারের লোকজনকে হুমকি ধামকি দিয়ে আসেন। তোফায়েল আহমদ ছাতক উপজেলার মনিপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তোফায়েল আহমদ হামলা মামলার ভয়ে বর্তমানে আয়ারল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।
কিন্তু তোফায়েল আহমদ ২০২৪ সালের ১৬ জুলাই দেশ থেকে স্রী সহ আয়ারল্যান্ড পাড়ি জমান। বিদেশে থেকেও এই ছাত্রলীগ নেতা আসামী হওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।
এ বিষয়ে পরিবারসূত্রে জানা যায় ২০২৪ সালের ১৬ জুলাই বাংলাদেশ থেকে তোফায়েল ও তার সহধর্মিণী সহ আয়ারল্যান্ড পাড়ি জমান। সেখানে তিনি ও তার সহধর্মিণী তানজিয়া তাবাসসুম রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এরপরও তাদের নামে দুইটি মামলায় পুলিশ আসামী করেছে। এই মামলাগুলো সম্পূর্ণ রাজনৈতিক কারনে প্রতিহিংসামুলক। রাজনৈতিক অবস্থানের কারনে এই মামলা দিয়ে পুলিশ ও প্রশাসন কর্তৃক হয়রানির জন্য এই মামলা গুলো করা হয়েছে।
পরিবার থেকে আরও জানান কে কারা তোফায়েলের গ্রামের বাড়িতে ভাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।