শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন


ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আরো ১জনের মৃত্যু : মোট মারা গেছেন ৬জন

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আরো ১জনের মৃত্যু : মোট মারা গেছেন ৬জন


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক :

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে অটোরিকশাকে যাত্রীবাহি বাসের চাপা দেওয়ার ঘটনায় আরেকজন যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা্ বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আটটার দিকে ওসমানীনগর উপজেলার সাদিপুরের ভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন মারা যান। এরপর হাসপাতালে আনার পথে দুজন ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে আরও দুজন মারা যান। নিহতদের সকলেই অটোরিকশার যাত্রী ও চালক।

নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলাধীন পশ্চিম ব্রাহ্মণগাঁও গ্রামের কামরুজ্জামানের দুই শিশুকন্যা খাদিজা (২) ও করিমা (৪), একই গ্রামের ফজলু মিয়ার শিশুকন্যা আরিফা (১২), মৌলভীবাজার সদর উপজেলার ভাদ্র গ্রামের আওয়াল মিয়ার স্ত্রী হামিদা (২৮) ও ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে অটোরিকশা চালক জুনেদ (২৮)। এছাড়া একজনের নাম জানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে দুজন মারা যান। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ওসমানীনগরের সাদিপুর এলাকায় যাত্রীবাস অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin