শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন


হে কবি বর্ষায় জাগো!

হে কবি বর্ষায় জাগো!


শেয়ার বোতাম এখানে

হে কবি বর্ষায় জাগো
—মইনুল হাসান আবির

বর্ষার রিমঝিম বৃষ্টির আওয়াজ তুমি কি শুনতে পাও
বায়ু কানে কানে শনশন করে বলছে একটু তাকাও প্রকৃতিতে,
কেন ঘুমিয়ে আছো ? সাড়া দাও এই থৈ থৈ জলের ধারে
চারদিকে ডাকছে তোমায় কদম,দোপাটি ও চন্দ্রপ্রভা পুষ্পেতে।

দেখো লাল দোপাটি দুলে রয়েছে জোড়ায় জোড়ায়
বর্ষার রিমি ঝিমি বৃষ্টিতে যেন কদম বেয়ে অশ্রু ঝড়ে,
তোমার নীরবতা ভঙ্গ করে একবার ফিরে তাকাও
নাকি অভিশপ্ত দিনগুলোতে নবীন স্বপ্ন খুঁজতে চাও ভিরে।

পানির ঢেউয়ের ছন্দমিল দৃশ্য অভিভূত করে মন
খাল-বিলে অজস্র শাপলা ফুটে হেসেছে দেখো ফিরে,
ছোট ছেলেমেয়েরা ডুবে ডুবে শাপলা-শালুক কুড়ায়
তারা যেন ডুব সাঁতারে হার মানায় পানকৌড়িকেও।

পানির স্রোতের কল কল ধ্বনি আর বাতাসে পালের শব্দ
তোমার মনকে কি আকৃষ্ট করতে পারেনি বর্ষার পৌরহিত,
রিমঝিম বৃষ্টির মিষ্টি মাখা সুরে প্রাণ ফিরে পায় প্রকৃতি,
আর ফুলগুলো ভরে ওঠে সুগন্ধে আমাদের করে বিমোহিত।

এ সময় পল্লিবধুরা ছই নৌকায় বাপের বাড়ি নাইওর যায়
শাড়ির আঁচলের ফাঁকে ঘুমটা পড়া রাঙা মুখ ফিরে থাকায় পথ,
দরাজ গলায় মাঝি গেয়ে যায় উদাসী ভাটিয়ালি গান
এসব কি তোমার চোখে পড়েনি, মনে কি সাড়া জাগে না ?

তবে এসো এই ধরার সৌন্দর্য জোরে যদি সময় পাও,
উপভোগ করার দিনগুলো মন রাঙিয়ে যদি চাও।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin