শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন


ভুয়া এমএলএম কোম্পানির অফিসে র‍্যাবের অভিযান : আটক ৮

ভুয়া এমএলএম কোম্পানির অফিসে র‍্যাবের অভিযান : আটক ৮


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

রাজধানীর বাড্ডায় ‘গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ভুয়া এমএলএম কোম্পানির অফিসে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অফিসটি থেকে বিপুল পরিমাণ চেকবই ও মানি রিসিপ্ট উদ্ধার করা হয়েছে।

অভিযানের বিষয়ে পলাশ বসু জানান, মধ্য বাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে গ্লোবাল গেইন নামের একটি এমএলএম কোম্পানির অফিসে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, গ্লোবাইল গেইন নামের এই কোম্পানিটি এ পর্যন্ত প্রায় এক লাখ মানুষের কাছ থেকে নানা অপকর্মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কথিত এমএলএম কোম্পানিটির ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে মোট চারটি অফিস রয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin