শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩০ অপরাহ্ন


জামিন পেলেন একাত্তরের কথার ৩ সাংবাদিক

জামিন পেলেন একাত্তরের কথার ৩ সাংবাদিক


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক : তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলেন একাত্তরের কথার ৩ সাংবাদিক। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ থেকে জামিন লাভ করেন তারা।

জামিনপ্রাপ্তরা হলেন- একাত্তরের কথার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, চিফ ফটোজার্নালিস্ট এস এম সুজন, স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম। আদালতে বাদিপক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার আবদুল হালিম কাফি। তিনি শনিবার (১৯ ডিসেম্বর) রাতে জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২৯ নভেম্বর একাত্তরের কথায় প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষিতে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম ৪ ডিসেম্বর তথ্য প্রযুক্তি আইনে শাহপরাণ (রাহ.) থানায় একটি মামলা দায়ের করেন। এতে একাত্তরের কথার সম্পাদক, প্রকাশকসহ ১৮ জনকে বিবাদি করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin