রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন


ওসমানীনগরে অনিয়মের দায়ে ক্লিনিককে জরিমানা

ওসমানীনগরে অনিয়মের দায়ে ক্লিনিককে জরিমানা


শেয়ার বোতাম এখানে

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে সরকারি ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে এক ক্লিনিককে ৫ হাজার টাকার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার চাতলপাড় বাজারের নবীন ক্লিনিকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা যায়, কঠোর লকডাউন কার্যকরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট তাহমিনা আক্তারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাতলপাড় বাজারে ডা. নিরঞ্জন ধরের মালিকানাধীন নবীন ক্লিনিকে অভিযান চালালে বেশ কয়েক হাজার টাকার সরকারি ওষুধ ও ব্যবহৃত সিরিঞ্জ পাওয়া যায়।

নিরঞ্জন সূত্রধর নিজেকে ডাক্তার দাবি করলেও এ সংক্রান্ত কোনো কাগজপত্রও আদালতকে দেখাতে পারেননি। তাছাড়া তার ক্লিনিক থেকে ওসমানীনগর থানা, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটসহ একাধিক প্রতিষ্ঠানের সিল ও প্যাড জব্দ করা হয়। ওসমানীনগর থানার এসআই নিখিল দাশসহ একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, নিরঞ্জন সূত্রধর ডাক্তার পরিচয়ে প্রেসক্রিপশন ব্যবহার করলেও এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ক্লিনিকেরও কোনো লাইসেন্স নেই। পাশাপাশি তার প্রতিষ্ঠানে সরকারি ওষুধ ও ব্যবহৃত সিরিঞ্জ পাওয়া গেছে। তাৎক্ষণিক তাকে ৫ হাজার টাকা জরিমানা করে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের সিলের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে ওসমানীনগর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin