রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন


‘ভালোবাসা’ নিয়ে ‘রাইটার্স ক্যাফে’র কবি-লেখকরা

‘ভালোবাসা’ নিয়ে ‘রাইটার্স ক্যাফে’র কবি-লেখকরা


শেয়ার বোতাম এখানে

রাইটার্স ক্যাফে প্রতিবেদক:

আজ ১৪ই ফেব্রুয়ারী। বিশ্ব ভালবাসা দিবস। পুরো বিশ্বই আজ করোনা মহামারীকে ডিঙিয়ে ভালবাসা বিতরণে ব্যাস্ত। পিছিয়ে নেই সোস্যাল মিডিয়া গল্প, কবিতা ও লাইভ আয়োজনে। লাভ এ্যাট ফার্স্ট সাইট’ বলে আসলেই কি কিছু আছে? এ নিয়ে নিউইয়র্কের কবি, লেখক, কলামিস্ট, সাংবাদিক ও শিক্ষক এইচ বি রিতা তার ‘প্রথম দর্শনে প্রেম’ কলামে লিখেছেন, “দৃষ্টি শ্রবন সচল মানুষগুলো ‘লাভ এ্যাট ফার্স্ট সাইট’ অর্থাৎ ‘প্রথম দর্শনে প্রেম’ এর সাথে পরিচিত হননি বললে ভুল বলা হবে। আমরা সকলেই মোটামোটি ফেলে আসা দিনগুলোতে কোন এক সময় এই অভিজ্ঞতাটি লাভ করেছি। অচেনা অজানা কারোকণ্ঠস্বর, বাচনভঙ্গি, ব্যাক্তিত্ব, স্বভাব, আচরণে মুগ্ধ হয়ে রাতভর মানুষটির কথা ভেবে ঠোঁটে চিলতে হাসি, জ্বানালার ফাঁকে মেঘাচ্ছন্ন আকাশে স্বপ্নের ঘুড়ি উড়াতে উড়াতে আবার কখন দেখা হবে তাঁর সাথে সে কথা ভেবে উতলা হওয়াই ‘লাভ এ্যাট ফার্স্টসাইট’ বা ‘প্রথম দর্শনে প্রেম।’ ভালবাসা দিসবে ভালবাসার সংজ্ঞা নিয়ে প্রশ্ন রাখা হয় রাইটার্স ক্যাফের কিছু কবি-লেখকদের কাছে। তাঁদের সংজ্ঞায় ‘লাভ এ্যাট ফার্ষ্ট সাইট’ সম্পর্কে জেনে নিন_

❤️“নদীর জল ছুঁয়ে দেখেছ কিন্তু তার গভীরতা কি মেপে দেখেছ? ভালোবাসা হলো সেই গভীরতা। গোলাপের পাপড়ির রঙে রূপেমন মজেছে। কিন্তু তার কোমলতা কি কখনও অনুভব করেছ? ভালোবাসা হলো সেই কোমলতা। সূর্যর ঝলসানো রোদে শরীর পুড়েছে কিন্তু তার আলোর দিশা কি দিয়েছে কোনো বেঁচে থাকার বারতা? ভালোবাসা হলো সেই অপূর্ব বারতা।”

–কবি সুচন্দ্রা মুখার্জি (কলকাতা)

❤️‘ভালবাসা হল কারো বুকের মধ্যে নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ তার নিঃশ্বাসের অনুভূতি ‌অনুভব করা।’

–কবি জিনাত আরা জিতু

❤️“ভালবাসা একটা অনুভূতি। যার অনুভূতি যতটা গভীর তার প্রকাশ ভঙ্গি ততটাই প্রখর হয়। আমার কাছে ভালবাসা মানে পাশে থাকা। যে মানুষটা নব্বই বছর বয়সে আমাকে লাল শাড়ি, চুড়ি, টিপ পড়িয়ে বলবে ‘তুমি আমার অনন্ত যৌবনা’, ভালবাসা সেটাই। —–ইতি আক্তার

❤️“ভালোবাসা চোখ, মন, চেহারার যৌথ আকর্ষিক ফলাফল। কেউ ভালোবাসে চোখ দেখে, কেউ মন, আবার কেউ বা চেহারা দেখে।”—আরমান জিহাদ

❤️“গোলাপ গাছে ফুটে ভালোবাসার ফুল, যা গাছেই শোভা পায়। কেন ভালোবাসা প্রকাশের জন্য ফুল চাই? ভালোবাসা অনুভবে বুঝে নিতে হয়।”—ফারজানা পারভীন

❤️ছুঁয়ে যাচ্ছে ভালোবাসার স্মৃতিরা এদিকে ভীষণ ক্লান্ত আমি তবুও মন চাইছে শক্ত করে ধরে রাখি। কে জানে স্মৃতি হাতরাতে হাতরাতে তোমাকে-ই না একদিন পেয়ে যাই।

—নিশাত রায়হানা ইতু

❤️“ভালোবাসা হলো মানবসৃষ্ট আবেগ! ষড়রিপুকে নিয়ন্ত্রনকারী খোদার নিয়ামত।”

–আরিফুল ইসলাম

❤️“ভালোবাসা মানে নীল খামে মোড়ানো চিঠি। ভালোবাসা মানে অপেক্ষায় জেগে থাকা রাত্রি।ভালোবাসা মানে সমুদ্রের লোনা জলে গড়াগড়ি,ভালোবাসা মানে পাশাপাশি বিশ্বাসে চলা নিরবধি।

–তানিয়া সুলতানা হ্যাপি

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin