মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন


অনশন ভাঙাতে শিক্ষার্থীকে আঘাত করলো শিক্ষক!

অনশন ভাঙাতে শিক্ষার্থীকে আঘাত করলো শিক্ষক!


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীকে জোর করে অনশন ভাঙাতে গেলে তিনি আঘাত পান বলে জানা যায়।

গতকাল শনিবার (২২ জানুয়ারি) দুপুর ২টা ৩০মিনিটের দিকে এমনটাই জানায় আন্দোলনকারীরা। তারা জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনশনরত এক শিক্ষার্থীকে অনশন ভাঙাতে মুখে জোর করে জুস ঢুকানোর চেষ্টা করে শিক্ষকেরা। এসময় অনশনকারী হাত দিয়ে বাধা দিতে গেলে বাঁ হাতে আঘাত পায়। তবে, শিক্ষকদের জোর প্রচেষ্টায়ও শিক্ষার্থীটি অনশন ভাঙেনি বলে জানা যায়।

নানার মরা মুখ দেখেনি ‘রুবি

গত শুক্রবার রাত ১০টার দিকে অনশনকারী রুবি সংবাদ পায় তার নানা মারা গেছে। মৃত নানার মুখখানি দেখানোর জন্য রুবিকে নিতে আসে তার ছোট ভাই।

তবে, ভাইকে ফিরিয়ে দিয়ে অনশনেই থেকে রুবি। সাফ জানিয়ে দেয় উপাচার্যের পদ থেকে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করা পর্যন্ত রুবি অনশনেই থাকবে।

উল্লেখ্য, রিপোর্ট লেখা পর্যন্ত, ২৩জন অনশনকারীর মধ্যে ১৭ জন অনশনকারীর শারিরীক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করায় সেখানে গিয়েও অনশন ভাঙেনি তারা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin