শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন


‘আদিবাসী দাবি আদায় করেই ছাড়বো’

‘আদিবাসী দাবি আদায় করেই ছাড়বো’


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক : পার্বত্য রাঙামাটি আসনে সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে দাবি আদায় করে ছেড়েছেন। আমিও আদিবাসী দাবি আদায় করেই ছাড়বো।’

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতীক আদিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি ঊষাতন বলেন, ‘আদিবাসী নিয়ে বহু মত-দ্বিমত রয়েছে পার্বত্য চট্টগ্রামে। পৃথিবীর ৯০টি দেশে ৪০ কোটি আদিবাসী রয়েছে। আদিবাসীদের নিজস্ব আচার, সংস্কৃতি, বিচার ব্যবস্থা সামাজিক প্রথা, ভাষা, রীতিনীতি রয়েছে। কিন্তু তাদের ক্ষমতার মসনদ নেই। তাই তারা অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এদেশের কিছু দোসর ৭৫-এর ১৫ আগস্ট জাতির জনকসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে কলঙ্কিত ইতিহাস সৃষ্টি করেছে। যা কোনোদিন আমাদের কাম্য নয়।’

সংসদ সদস্য আরও বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আদিবাসীদের বাদ দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা যদি বাংলাদেশি হিসেবে সব বৈষম্য দূর করে কাজ করি, তাহলে বাংলাদেশের উন্নতি কেউই ঠেকিয়ে রাখতে পারবে না।’

এদিকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভার থেকে বের করা হয়। শোভাযাত্রাটি রাঙামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

এর আগে দিবসটি উপলক্ষ্যে পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, সিএইসটি হেডম্যান নেটওয়ার্ক সহ-সাধারণ সম্পাদক থোয়াই অং মারমা, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সভাপতি শিশির চাকমাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin