শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন


আর্তনাদ: মইনুল হাসান আবির

আর্তনাদ: মইনুল হাসান আবির


শেয়ার বোতাম এখানে

 

ধরণীজুড়ে মানব কন্ঠে দেখছে সবে
আহাজারী কন্ঠে ডাকে মা-জননী,
এলোপাতাড়ি দেশটা যে ভাই তিমিরে
নেইতো প্রতিবাদী মহা-মানব মণি।

লাশের মিঁছিলে আরূঢ় রাবণের চিতা
অথৈজলে মুক্তি নেইতো ভাই,
প্রতিনিয়ত মৃত্যুর কৌঠায় নাম লিখছে
ফাড়া কাঁটা যাবে না তো হাই!

করোনা তুই অবনীতে করলি আবদার
আগন্তুক না হয়ে দাও গো বিদায়,
পৃথিবী তুমি মুক্ত করো হাড়ির হাল
অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে হায়!

মহামারী করোনা করলি অকূল পাথার
ঠাট বজায় রেখে আর কতদিন ?
অভাগী মা নয়ন জ্বলে ভাসে দিবা-নিঁশি
কুলকাঠের অনলে পোহায় দুর্দিন।

হসপিটালে কিছু ডাক্তার অকালকুষ্মান্ড
ভূল চিকিৎসায় হয়রানি করছে সবে,
মৃত্যুর ভিরে শত শত লাশের আর্তনাদ
ফুটন্ত প্রাণ ঝড়ছে ফুলের টবে।

করোনা তুই ছাড় দিলিনা মোরে
মা-বাবা রেখে নিলি আমায় কেড়ে,
কতই স্বপ্ন ছিলো সুন্দর নগরীতে
দেশের কাজে ব্রত স্বপ্ন গড়ে।

শিক্ষা ও অর্থনীতি সবই হচ্ছে ক্ষতি
কবে মোরা মুক্ত পাবো ?
হিসাব-নিকাশে রয়েছে এখন কমতি
সাজানো নগরীতে কবে যে ভাই যাবো..


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin