শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন


ইউরোপের সর্ব বৃহৎ কমিউনিটি অ্যাওয়ার্ডে ভূষিত অলিউদ্দিন শামীম

ইউরোপের সর্ব বৃহৎ কমিউনিটি অ্যাওয়ার্ডে ভূষিত অলিউদ্দিন শামীম


শেয়ার বোতাম এখানে

 

ইতালি প্রতিনিধি: স্পেন,মরক্কো, ফ্রান্সের পর এবার ইতালী প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেছে যুক্তরাজ্য, স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা কাগজ পত্রিকা। ভেনিস বাংলাদেশী কমিউনিটির ইতিহাসে এই প্রথম এত বড় কোনো অনুষ্ঠানে ২ শতাধিক বৃটিশ বাংলাদেশি যোগ দেন । অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীমসহ ২০ জন প্রবাসী বাংলাদেশিকে ও একজন ইতালীয়ানকে সম্মাননা পদক প্রদান করা হয়। যিনি জীবন কালে বাংলাদেশের জাতীয়তা লাভ করেন ।আর মৃত্যুর পর তার লাশ সমাহিত করা হয় ইতালী থেকে বাংলাদেশে নিয়ে। এই অনুষ্ঠানে অংশ নিতে বাংলা কাগজ পরিবারের অধিকাংশ সদস্যসহ যুক্তরাজ্য থেকে দুই শতাধিক বৃটিশ বাঙালী এবং স্পেন,ফ্রান্স, ইটালীসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে গণমাধ্যমকর্মীসহ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে যোগ দেন। বর্ণাঢ্য অনুষ্টানে ইতালীর বিভিন্ন শহরে বাঙালী কমিউনিটিতে সাফল্য অর্জনকারী বিভিন্ন ব্যক্তিদের এওয়ার্ড প্রদান করা হয়।
ভেনিসের চার তারকা হোটেলে বাংলা কাগজের নির্বাহি সম্পাদক রিয়াদ আহাদ ও ফেরদৌসী আরা পলির উপস্থাপনায় অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন এই সম্মাননা ইতালীর নতুন প্রজন্মকে আরো ভালো কাজে উৎসাহিত করবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা কাগজের ইতালি প্রতিনিধি নাজমুল হোসেন ,ভেনিস প্রতিনিধি সোহেল মিয়া ও রোম প্রতিনিধি লাবণ্য চৌধুরী । কমিউনিটির বিভিন্ন কাজে নিবেদিত প্রান আর ব্যাপক অবদানের জন্য ইতালীতে বাংলা কাগজের এই আসরে কমিউনিটিতে অসাধারণ অবদানের জন্য জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম, চিকিৎসা বিজ্ঞানে ড: রাসেল মিয়া কমিউনিটি উন্নয়নে মুজিবুর রহমান সরকার সাংবাদিকতায় লুৎফুর রহমান, কামরুল সরকার ব্যান্ডিং বাংলাদেশ টাটকা ব্র্যান্ড ,
ফ্র্যান্ডস ইন বাংলাদেশ মারিনো রিগন। এছাড়া সফল ব্যবসায়ী ইকরাম ফরাজী ,কুদ্দুস চৌধুরী,তাজুল ইসলাম,ভেনিস বাংলা স্কুল,নজরুল ইসলাম,বরকত মৃধা,বাংকার সমিতি রোম,প্রবীণ সাংবাদিক লুৎফুর রহমান,
, অঙ্কুর,মরনত্তোর লুৎফুর রহমান খান, নারী নেত্রী লায়লা শাহ ,রিপন সরকার,হুসনেয়ারা বেগম,কাউন্সিলার ডালিয়া আক্তার সুমিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্টানে ভেনিসের স্থানীয় সংসদ সদস্য ভেনিস সিটি মেয়র,কাউন্সিলর সহ বৃটেন থেকে চ্যানেল এস এর চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী (জেপি), লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদ আহমদ,সাধারন সম্পাদক মোহাম্মদ জুবায়ের, জনমত সম্পাদক নবাব উদ্দিন, সৈয়দ নাহাস পাশা, আনাশ পাশা, আই অন টেলিভিশনের এম ডি শোয়েব চৌধুরী এবং টিবি ওয়ানের গোলাম রাসুল এ অনুষ্টানে যোগ দেন।এওয়ার্ড প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান লন্ডন , আমেরিকা ও ভেনিসের শিল্পিরা গান ও নৃত্য পরিবেশন করেন। এ সময় অল ইউরোপ বাংলা প্রেস ক্লাব, ইতালি বাংলা প্রেস ক্লাব,ফ্রান্স বাংলা প্রেস ক্লাব,স্পেন বাংলা প্রেস ক্লাব সহ ইউ কে ও ইতালির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া অ্যাওয়ার্ড গ্রহণের সময় জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম এর সাথে মঞ্চে আরোও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউ কে র,প্রধান উপদেষ্টা আহমদ উস সামাদ চৌধুরী (জেপি) সিনিয়র সহসভাপতি এম এ মোমেন,মাহবুবুল কাদির ওয়েছ,সদস্য সাদিক আহাদ,মিনহাজ হোসেন । এ সময় এওয়ার্ড প্রাপ্তরা বলেন এমন আয়োজন অবশ্যই প্রশংসার দাবীদার। সমাজে উন্নয়নে যারা কাজ করে তারা আরো ও উৎসাহ পাবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin