শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন


কমলগঞ্জে কৃষকরা পেলেন প্রণোদনা

কমলগঞ্জে কৃষকরা পেলেন প্রণোদনা


শেয়ার বোতাম এখানে

কমলগঞ্জ প্রতিনিধি: করোনার মধ্যেও মৌলভীবাজারের কমলগঞ্জের একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকরা ২০২০-২১ অর্থ বছরের জন্য আউশ চাষাবাদে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার পেয়েছেন। রবিবার সকাল ১১টায় কৃষি অফিসের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে কৃষকদের হাতে প্রণোদনা সার ও বীজ বিতরণ কর্মসুচী উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আশেকুল হক।  এসময় উপস্থিত ছিলেনভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কৃষি কর্মকর্তা আশরাফুল আলম ও সাংবাদিক শাহিন আহমেদ।

কমলগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রামের  ২৩০০ তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্থিক কৃষকরা প্রতিজন আউশ ধান চাষাবাদে ৫ কেজি বীজ ধান, ২০ কেজি টিএসপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন। করোনা ভাইরাসের কারনে কৃষকদের অফিসে আসতে পারবেনা বিধায় তালিকা অনুযায়ী কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কৃষি প্রণোদনা নিজ উদ্যোগে পৌছে দিবেন।

 


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin