শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন


করোনার লক্ষণ নিয়ে শামছুদ্দিনে শিক্ষার্থী ভর্তি

করোনার লক্ষণ নিয়ে শামছুদ্দিনে শিক্ষার্থী ভর্তি


শেয়ার বোতাম এখানে

করোনাভাইরাসের সন্দেহজনক লক্ষণ জ্বর-সর্দি-কাশি নিয়ে এক শিক্ষার্থী সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) ভর্তি হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাতে তিনি হাসপাতালে আসেন।

বর্তমানে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিন বিভাগে রেখে পর্যবেক্ষণ করছেন কর্তব্যরত চিকিৎসকরা।

জানা গেছে, তিনি ঢাকায় কয়েকজন প্রবাসীর সংস্পর্শে ছিলেন। তার শরীরের স্যাম্পল আজ ঢাকায় পাঠানো হতে পারে, পরদিন রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি-না।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান আজ দুপুর পৌনে ১২টায় এ বিষয়ে জানান, গতকাল রাতে ওই শিক্ষার্থী ঢাকা থেকে সিলেটে আসেন। তার বাড়ি সিলেটে। সে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

ঢাকা থেকে ফেরার পথে তার শরীরে জ্বর দেখা দেয়। সঙ্গে সার্দি-কাশিও ছিলো। তাই সে বাড়িতে না গিয়ে রাতেই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আসে। বর্তমানে তাকে হাসপাতালের কোয়ারেন্টিন বিভাগে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরীক্ষার জন্য তার শরীরের স্যাম্পল আজ আইইডিসিআর-এ পাঠানোর চেষ্টা করা হবে। আশা করি- আজ পাঠালে কালই রিপোর্ট চলে আসবে।

আনিসুর রহমান আরও জানান, ওই শিক্ষার্থীর বক্তব্যমতে- সে ঢাকায় কয়েকজন ইউরোপ প্রবাসীর সংস্পর্শে ছিলো গত কয়েকদিন। তবে সে করোনায় আক্রান্ত কি-না- সেটি আইইডিসিআর থেকে রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত বলা যাবে না।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin