শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন


করোনায় ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ১৭ জন: বিশ্বে ৭৮ বাংলাদেশির মৃত্যু

করোনায় ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ১৭ জন: বিশ্বে ৭৮ বাংলাদেশির মৃত্যু


শেয়ার বোতাম এখানে

গুপ্তঘাতক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৮ বাংলাদেশি। এর মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রাণ হারিয়েছেন ৫৭ বাংলাদেশি।

গতকাল (৩০ মার্চ) মারা গেছেন সাতজন। যুক্তরাজ্যে মারা গেছেন ১৭ জন। ইতালি ও সৌদি আরবে ৩ জন। স্পেন, কাতার, লিবিয়া ও গাম্বিয়ায় চার বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

করোনায় আক্রান্তের তালিকায় লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫ হাজার ১১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৯০৮ জনের। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

নিউইয়র্কে ব্যাপক ভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে সোমবার পর্যন্ত (৩০ মার্চ) ৩০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে ১৭ জন বাংলাদেশি। আক্রান্ত ও মারা যাওয়াদের সবাই পঞ্চাশোর্ধ্ব।

লন্ডনের মজির উদ্দিন নানু (৫৫), মুশফিকুল আহমদ ভূইয়া রাজিব (৩৫) মো. তোয়াহিদ আলী (৭৫) দিবুল আহমদ (৫৫) মো. সোহেল আহমেদ (৫০), আনোয়ারা বেগম চৌধুরী (৬৫), আলম আশরাফ আকন্দ (৫০), সাঈদ হোসেন জসিম (৬৫), মো. মনির উদ্দিন (৬০), হাজী ফখরুল ইসলাম, খসরু মিয়া (৪৯), হাজী জমশেদ আলীর (৮০), মাহমুদুর রহমান (৭০),। রেহান উদ্দিন (৬৬), আফাজ উদ্দিন (৬০) ও করোনায় প্রথম মৃত ব্যক্তি ম্যানচেষ্টারের ৬০ বছর বয়সী বৃদ্ধ অনেকে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে অপু নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরপর গোলাম মাওলা নামে আরেক বাংলাদেশির মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনায় আফাক হোসাইন নামে এক বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে।

এছাড়া আরো করোনায় দুইজন সেখানে মৃত্যুবরণ করেন। স্পেনের মাদ্রিদে আরেক বাংলাদেশির মৃত্যু হয়। এছাড়া লিবিয়ায় একজন ও গাম্বিয়ায় একজন বাংলাদেশি মারা গেছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin