শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন


কুলাউড়ায় এবার গরুর সাথে ধাক্কা লেগে আটকা পড়লো ট্রেন

কুলাউড়ায় এবার গরুর সাথে ধাক্কা লেগে আটকা পড়লো ট্রেন


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক :
মৌলভীবাজারের কুলাউড়ায় একের পর এক বিপত্তিতে বারবার আটকা পডড়ছে ট্রেন। রোববার সন্ধ্যায় কুলাউড়ায় মনু স্টেশনে আটকা পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস।

জানা যায়, রোববার সন্ধ্যা ৬ টায় কুলাউড়ার মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলপথ দিয়ে হেঁটে যাওয়া একটি গরুর সাথে ধাক্কা লাগে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের। এতে ওই ট্রেনের ইঞ্জিনের ভ্যাকুয়াম পাইপ ছিঁড়ে যায়। ফলে মনু রেলস্টেশন এলাকায় আটকা পড়ে ট্রেনটি।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ট্রেনটি মনু স্টেশনে আটকা আছে। ফলে বন্ধ রয়েছে ট্রেন যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন পাহাড়িকার যাত্রীরা।

কুলাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন সহকারি প্রকৌশলী (পথ) জুয়েল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কিছু জানে না বলে জানান।

গত ২৩ জুন রাতে কুলাউড়ার বরমচালে সেতু থেকে খাদে ছিটকে পড়ে উপবন এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি। এতে নিহত হন ৪ জন। আহত হন শতাধিক যাত্রী। এ দুর্ঘটনায় প্রায় ২০ ঘন্টা সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।

খালে পড়া যাওয়া বগিগুলো উদ্ধারে পরবর্তীতে আরও দুদিন দীর্ঘসময় এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin