শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন


কোম্পানীগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


শেয়ার বোতাম এখানে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪ টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, এসআই শামসুল আরেফিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সার্কেল এএসপি মোঃ নজরুল ইসলাম।

এ সময় সার্কেল এএসপি মোঃ নজরুল ইসলাম বলেন, সরকার পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি জনগণকে নিজ এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিয়ে,যৌতুকসহ অন্যান্য সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান রোকন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক এখলাছুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রূপক চন্দ্র দাস, ইউ/পি সদস্য শাহিন আহমদ প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin