শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন


কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২৯ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২৯ হাজার টাকা জরিমানা


শেয়ার বোতাম এখানে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজারে চারটি দোকানে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ থেকে বেলা ১ টা পর্যন্ত
এসব জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ টি মুদি-খানায় মোট ২৮,০০০ (আটাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং অন্য একটি দোকানে স্বাস্থ্যবিধি না মানায় ১০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় ৪টি মামলায় সর্বমোট ২৯,০০০(উনত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার সুমন আচার্য বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং আসন্ন রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin