শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন


গোলাপগঞ্জে আরও ১৩জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৭৩জন

গোলাপগঞ্জে আরও ১৩জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৭৩জন


শেয়ার বোতাম এখানে

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নতুন আরও ১৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মনিসর চৌধুরী।

তিনি বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিএর ল্যাবে নমুনাগুলো জমে থাকায় ঢাকায় পাঠানো হয়েছিল। ঢাকা থেকে ইমেইলের মাধ্যমে আরও ১৩ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে  আছেন পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, তার ছেলে শিহাব উদ্দিন, পৌর এলাকার লোকমান টাওয়ারের একজন নারী, কদমতলী এলাকার একজন পুরুষ, কদমতলী এলাকার সোনালী ব্যাংকের একজন পুরুষ কর্মকর্তা, বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামের তিনজন নারী, লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের একজন পুরুষ ও একজন নারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন নারী ও একজন পুরুষ স্টার। স্বাস্থ্যকর্মীদের মধ্যে একজন মহিলার বাড়ি ফুলবাড়ী ইউনিয়নে।

এদিকে শনাক্ত ১৩ জনের বাড়ি লকডাউন ও তাদের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা যায়।

এদিকে আজকের ১৩জন করোনা রোগী সহ গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৩জনে। এদের মধ্যে ২৮জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ১জন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin