শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন


গোলাপগঞ্জে দিনমজুরের বাড়িতে ভাঙচুর ও বাঁশ-গাছ কর্তনের অভিযোগ

গোলাপগঞ্জে দিনমজুরের বাড়িতে ভাঙচুর ও বাঁশ-গাছ কর্তনের অভিযোগ


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে ফখরুল ইসলাম জিতু মিয়া নামে এক দিনমজুরের বাড়িতে প্রতিপক্ষের ভাঙচুর ও বাঁশ-গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে পৌর এলাকার দাড়িপাতন পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দিনমজুর ফখরুল ইসলাম জিতু মিয়া বাদি হয়ে ৮জনকে বিবাদী করে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দাখিল করেন।

অভিযুক্তরা হলো একই গ্রামের আঞ্জব আলীর ছেলে নুর উদ্দিন, তাঁর ছেলে সায়েম আহমদ ও সাকিব, আব্দুস ছালামের ছেলে আব্দুল আলিম ও আব্দুল আহাদ, নুর উদ্দিনের স্ত্রী সেলি বেগম, মেয়ে এনি বেগম ও আঞ্জব আলীর ছেলে আব্দুস ছোবহান।

অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ১৩অক্টোবর বিকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে জিতু মিয়ার ঘরে বসতঘরের আঙ্গিনায় থাকা বাঁশ কাটতে থাকে।
জিতু মিয়া বাঁধা দিলে তাকে মারপিট ও দা দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। এসময় ৩০/৩৫টি বাঁশ, লেবুর গাছ কেটে ঘরের ভেড়া ভাঙচুর করে। এসময় নগদ টাকা সহ মোট অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্বির জন্য পৌর মেয়র দায়িত্ব নিয়েছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin