শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন


গোলাপগঞ্জে পরিবেশের অভিযান ভাঙা হল দুটি অবৈধ ইটভাটা

গোলাপগঞ্জে পরিবেশের অভিযান ভাঙা হল দুটি অবৈধ ইটভাটা


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে পরিবেশে অধিদপ্তরের অভিযানে পৌর এলাকার স্বরসতী গ্রামে অবৈধভাবে গড়ে উঠা বশির ব্রিক ফিল্ড ও পাশ্ববর্তী হাফিজ এন্ড ব্রাদার্স ব্রিক ফিল্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে তাদের উৎপাদনসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া এবং দুটি ইটভাটার মালিককে ৪০ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় পরিবেশ অধিদপ্তরের সিলেটের বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইসরাত জাহান পান্নার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক পারভেজ আহমদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী পৌর এলাকায় ইট ভাটা স্থাপন নিশিদ্ধ করা হয়েছে। এই আইন না মেনে গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকায় স্বরসতী গ্রামে সুরমা নদীর তীরে গড়ে উঠা বশির ব্রিক ফিল্ড ও পাশ্ববর্তী হাফিজ এন্ড ব্রাদার্স ব্রিক ফিল্ড এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। পরিবেশ অধিদপ্তর দুটি ইট ভাটা ভেঙ্গে দিয়েছে। সেই সাথে উৎপাদনসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে তাদের প্রত্যেককে ২০লক্ষ টাকা করে মোট ৪০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin