শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন


চার ভাইয়ের মহানবতা: ৭ লক্ষ টাকার বাসা ভাড়া মওকুফ করলেন ৪ প্রবাসী

চার ভাইয়ের মহানবতা: ৭ লক্ষ টাকার বাসা ভাড়া মওকুফ করলেন ৪ প্রবাসী


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক :

করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে সব ভাড়াটিয়াদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের প্রবাসী উদ্যোক্তা চার ভাই।

সিলেট ও সুনামগঞ্জের ফ্ল্যাট, কলোনিসহ প্রায় ২শ পরিবারের ৭ লক্ষ টাকার বাসা ভাড়া মওকুফ করেছেন সৌদি প্রবাসী জসিম উদ্দিন শামিম, শাহিন আহমেদ, শামছুল ইসলাম ও মামুনুর রহমান। সেই সাথে তাদের ব্যাক্তিগত উদ্যোগে গরীব অসহায় নিম্ন আয়ের ১৫শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীও বিতরণ করেছেন তারা।

প্রচার বিমুখ এ পরিবারের সদস্যরা নিজেদের ডেইরি ফার্মে উৎপাদিত গাভির দুধও বিতরণ করছেন সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও তারা রমজানে প্রতিদিন ৩শ পরিবারের মধ্যে ইফতার পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন।

এ বিষয়ে প্রবাসী উদ্যোক্তা মামুনুর রহমান জানান, ‘করোনা পরিস্থিতিতে সময়টা বেশ খারাপ যাচ্ছে দেশের সাধারণ মানুষের। মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেক পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে কাউকে বলতেও পারছেন না।

এ সংকট মোকাবেলায় মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সাধারণ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী গোপনে পৌঁছে দিচ্ছি। আমরা ভাড়াটিয়াদের কাছে এপ্রিল মামের মাসের ভাড়া নেব না।’

তিনি বলেন- অন্য বাসার মালিকদের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের এ সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোটাই একজন নাগরিকের বড় দায়িত্ব।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin