শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন


ছয় দফা দাবিতে শাবিপ্রবি ছাত্রফ্রণ্টের প্রতিবাদ

ছয় দফা দাবিতে শাবিপ্রবি ছাত্রফ্রণ্টের প্রতিবাদ


শেয়ার বোতাম এখানে

শাবিপ্রবি প্রতিনিধি :
স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এ বছরের বেতন মওকুফসহ ছয় দফা দাবিতে অনলাইনে প্রতিবাদের জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী সারাদেশের ন্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ছয় দফা দাবিতে অনলাইন প্রতিবাদে শামিল হয়েছে।

দাবিসমূহ হলো:
১. স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ বছরের বেতন-ফি বাতিল করো।
২. স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করে এককালীন আর্থিক সহযোগিতা করো।
৩. লকডাউন পরিস্থিতিতে ছাত্রদের বাড়িভাড়া-মেসভাড়া মওকুফের লক্ষে রাষ্ট্রীয় বরাদ্দ দাও।
৪. গরিব শ্রমজীবী পরিবারের জন্য খাদ্য ও নগদ অর্থ সহযোগিতা নিশ্চিত করো।
৫. ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ও নিরপত্তা নিশ্চিত কর।
৬. করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করো।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin