শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন


জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহন

জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহন


শেয়ার বোতাম এখানে

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। উপজেলার ৪৬ টি কেন্দ্রে মঙ্গলবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়।
উপজেলার ১ লাখ ১৭ হাজার ৪০০ ভোটার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত গ্রহণ চলবে। তবে তুলনামূলকভাবে ভোটার অনুপস্থিতি কম।

চেয়ারম্যান পদে সাবেক তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম ইউসুফ আল আজাদের ছেলে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল আল আজাদ (নৌকা) ও বিএনপি’র প্রার্থী নূরুল হক আফিন্দী (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুম মাহমুদ তালুকদার(আনারশ), তার আপন চাচা ফয়জুল আলম তালুকদার মোহন(ঘোড়া) প্রতিদ্বন্দ্বীতা করছেন।

৩৬ নং সেরমস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুস সালাম জানান, সকাল ৯ টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীদেরকে ভোট দিচ্ছেন।

হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো এরশাদ হোসেন বলেন এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। উক্ত কেন্দ্রে এ পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে। সকাল থেকে সময় বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়লেও এখন কিছুটা কম।

এদিকে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো মজিবুর রহমান জানান বিকেল ২ টা পর্যন্ত মোট ভোটের প্রায় ৮০ শতাংশ গ্রহন করা হয়েছে।

এছাড়াও জামালগঞ্জের কিছু কিছু কেন্দ্রে ছোটখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। পরে আবার প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি সাবেক তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ মৃত্যুবরণ করেন। পরে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ঘোষনা দেয় নির্বাচন কমিশন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin