শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন


তাহিরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা


শেয়ার বোতাম এখানে

তাহিরপুর প্রতিনিধি:

তাহিরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ইতোপূর্বে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের পর্যটনের উপরে সরকারি নিষেধাজ্ঞা দেয়া হয়। এবং তাহিরপুর উপজেলায় সকল ধরনের পর্যটকের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়।

কিন্তু ২২ জুলাই বৃহস্পতিবার সকালে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য পর্যটন স্পট গুলোতে আসার পর তা উপজেলা প্রশাসনের নজরে আসলে বেশকিছু পর্যটককে, নৌকা এবং যানবাহনকে ফেরত পাঠায় প্রশাসন । এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করায় ৪ টি গ্রুপ পর্যটককে ৪ টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হান কবির বলেন, পর্যটক বহন না করার জন্য সকল নৌঘাটে নির্দেশনা দেয়া হয়েছে। এবং তৎপর রয়েছে তাহিরপুর পুলিশ। স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য সকলকে আবারও অনুরোধ করেছেন ইউএনও রাহান কবি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin