শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন


তাহিরপুরে সাড়ে তিনশ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য উপহার

তাহিরপুরে সাড়ে তিনশ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য উপহার


শেয়ার বোতাম এখানে

তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া ৩৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও বড়দল উত্তর ইউনিয়নের সহযোগিতা এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদুল আযাহাকে সামনে রেখে ও বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৩৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার চিনি, গুড়, চিরা, লবন, মোমবাতি, ম্যাচ লাইট, বিস্কিট, চাল, মুড়ি এসব খাদ্য সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন বড়দল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আল-আমিন, ইউপি সচিব এখলাছ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য সুষমা জাম্বিল, স্বপ্না আক্তার, রাবেয়া বেগম, নোয়াজ আলী, জিয়াউর রহমান জিয়া, শব্দর আলী, শফিকুল ইসলাম, আবু তাহের, সম্রাট মিয়া প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin