শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২০ অপরাহ্ন


দেশে নতুন করে আরও ২৪ জনের মৃত্যু : মৃতের সংখ্যা ৫০০ ছাড়ল

দেশে নতুন করে আরও ২৪ জনের মৃত্যু : মৃতের সংখ্যা ৫০০ ছাড়ল


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৫০১ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৭৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৫ জনে।

আজ সোমবার (২৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫০১ জন। সুস্থ হয়েছে ৪৩৩ জন। মোট সুস্থ হয়েছে ৭ হাজার ৩৩৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৬১ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।’

মৃত্যুর বিশ্লেষণ করে তিনি বলেন, ‘২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ, ৫ জন নারী। ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, আর রংপুর বিভাগে ১ জন।’

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১১ হাজার ৫৪১টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৯ হাজার ৪৫১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৫ হাজার ৫৮৫ জন।’

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৫৩২ জন, মৃত্যু হয় ২৮ জনের। তার আগের দিন শনিবার আক্রান্ত হয় ১ হাজার ৮৭৩ জন, মারা যায় ২০ জন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin