শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন


দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ রাখার লক্ষে বালাগঞ্জে বাজার মনিটরিং 

দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ রাখার লক্ষে বালাগঞ্জে বাজার মনিটরিং 


শেয়ার বোতাম এখানে

বালাগঞ্জ প্রতিনিধি:

করোনা ভাইরাস সংক্রমণে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ রাখার লক্ষে নিয়মিত বাজার মনিটরিং করার পাশাপাশি সংক্রামণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ ও বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজীআতাউর রহমানের সমন্বয়ে গত ৩১ মার্চ মঙ্গলবার বালাগঞ্জ বাজার, ওসমানীগঞ্জবাজার, কালীগঞ্জ বাজার পরিদর্শন করেন।

এছাড়া উপজেলার বিভিন্ন হাটবাজারের র্আজিজপুর বাজার, জনকল্যাণ বাজার, মোরার বাজার ও মাদ্রাসা বাজারে করোনা ভাইরাস সর্ম্পকে লিফলেট বিতরণ, মাইকিং, জনসাধরনকে পরিষ্কার পরিছন্নতা ও মাস্ক ব্যবহারের উপকারিতা সর্ম্পকে প্রচারনা করা হয়েছে।

এব্যপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, আমরা সরকারের নির্দশ মোতাবেক ক্জ করছি। কিন্ত জনসাধারন সচেতন না হলে তা বাস্তবায়ন করা খুবই কঠিন।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ বলেন, প্রতিদিনই বাজার মনিটরি সহ জনসচেতনা মুলক কাজ অব্যাহত রয়েছে।

এছাড়া কিছু কর্মহীন লোকদের মধ্যে সরকারের খাবার বিতরন করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কর্মহীন শ্রমজীবিদের তালিকা তৈরীর জন্য বলা হয়েছে। অনেকে যারা ব্যক্তিগতভাবে সহযোগীতা করছেন তাদেরকে আমরা নামের তালিকা দেয়ার জন্য বলা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin