শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন


সুনামগঞ্জের ধর্মপাশায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব: হাট-বাজারে মানুষের ঢল

সুনামগঞ্জের ধর্মপাশায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব: হাট-বাজারে মানুষের ঢল


শেয়ার বোতাম এখানে

সেলিম আহম্মেদ, ধর্মপাশা সংবাদদাতা:
সুনামগঞ্জের ধর্মপাশায় সামাজিক দূরত্ব না মেনে মাস্ক ছাড়া অবাধে কেনা-বেচা করছেন ক্রেতা ও বিক্রেতারা।
এখানে সপ্তাহের বাজার বৃহস্পতিবার হওয়ায় করোনাভাইরাসের কোন তোয়াক্কা না করেই গরু-ছাগল থেকে শুরু করে হরেক রকমের কাঁচা বাজার জমে উঠেছে বেশ।

স্থানীয় হাট-বাজারগুলোতে স্বাভাবিক জীবনযাপনের মতো মানুষের চলাফেরা ও ভিড় করে কেনা-বেচা করায় করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে প্রশাসনের তৎপর না থাকায় এ অবস্থা রূপ নিয়েছে বলে মনে করেন সচেতন মহল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনগণকে সচেতন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।এরপরও কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin