শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন


প্রায় ছয় ঘন্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ

প্রায় ছয় ঘন্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্টার :
প্রায় ছয় ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল। শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।
এর আগে আজ রোববার (২ জুন) সকাল সোয়া ১০টা দিকে হবিগঞ্জের রশিদপুর এলাকায় ‘কুশিয়ারা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, রোববার সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেসের বগি হবিগঞ্জের রশিদপুরে লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর কাজ শুরু হবে।
সে অনুযায়ী কাজ শুরু হয়ে বেলা সোয়া ৩টায় শেষ হয়েছে কাজ এবং স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ।
এদিকে, রেল যোগাযোগ বন্ধ হওয়ায় ভোগান্তির শিকার হতে হয়েছে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষকে।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin