শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন


বইমেলায় বেরিয়েছে সাংবাদিক সালমান ফরিদের নতুন বই

বইমেলায় বেরিয়েছে সাংবাদিক সালমান ফরিদের নতুন বই


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট
মহান একুশে বইমেলায় বেরিয়েছে সিলেটের প্রতিশ্রুতিশীল  কবি,লেখক ও সাংবাদিক সালমান ফরিদের নতুন বই ‘রেবুলু জিরো জিরো ওয়ান’। প্রকাশ করেছে বাসিয়া প্রকাশনী। এটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনউভিত্তিক গল্পের বই। ছোটদের উপযোগী ৩টি গল্প স্থান পেয়েছে ৪ ফর্মার বইটিতে। মূল্য ১২০ টাকা। ঢাকায় বইমেলার বাসিয়া প্রকাশনীর ৭১৫ নম্বর এবং সিলেটে কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত পক্ষকালব্যাপি বইমেলায় একই প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছেÑ ‘রেবুলু জিরো জিরো ওয়ান’।
এই সায়েন্স ফিকশন নিয়ে লেখক সালমান ফরিদ তার প্রতিক্রিয়ায় বলেন, মানুষের স্বপ্নকে বৈজ্ঞানভিত্তিক করে আরও সুদূরে পৌঁছে দেয় সায়েন্স ফিকশন। নতুন প্রজন্মকে বিশেষ করে স্কুলপড়–য়া কিশোর-কিশোরীদের বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানচিন্তায় আগ্রহী করতে বিজ্ঞানভিত্তিক গল্প কিংবা উপন্যাসের জুড়ি নেই। এরকম চিন্তা আমাদের মেধা ও মননকে আরও প্রসারিত করে। সমৃদ্ধ করে। গল্পগুলোতে তাদের চিন্তার জগতকে আরও প্রসারিত করার উপকরণ রয়েছে। খেলা ও পাঠসংশ্লিষ্ট টিউটোরিয়ালকে উদ্ভুতভাবে বৈজ্ঞানিক ভাবনা এবং সুদূর চিন্তাসমৃদ্ধ করে লেখা। তাই গল্পগুলো নতুন প্রজন্মকে নাড়া দেবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin