শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন


বন্যার্তদের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিতে মানুষের পাশে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি

বন্যার্তদের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিতে মানুষের পাশে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি


শেয়ার বোতাম এখানে

শুভপ্রতিদিন ডেস্ক :
সিলেটে বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি এবার কাজ করতে মাঠে নেমেছে
সিলেট বিভাগের হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি।
গতকাল তাজপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থানা নিয়ার উদ্যোগে, হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেট বিভাগের সহযোগিতায় বানভাসি অসহায় দরিদ্র মানুষদের কে তাজপুর সরকারি স্কুলে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

বিশিষ্ট সমাজসেবী ও সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ঝলক।
এসময় অন্যন্যার মাঝে বক্তব্যে রাখেন,জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার ইমদাদুল হক,
হ্যানিম্যান হোমিও প্যাথিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার নাজমুল হক।

আরো উপস্থিত ছিলেন, সোসাইটি কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ডাক্তার আব্দুল জব্বার সিলেট জেলা শাখার সভাপতি ডাক্তার শাহ জামাল উদ্দিন জেলা শাখার দপ্তর সম্পাদক ডাক্তার মেরাজ আহমদ জায়গীরদার সার্বিক সহযোগিতায় ছিল হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি ছাত্রসংগঠনের ছাত্র-ছাত্রীবৃন্দ।

এসময় বক্তারা বলেন,করোনাকালীন সময়ে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি জনসাধারনের মাঝে বিনামূল্যে কাজ করেছে বন্যায় ও কাজ করছে আগামিতে কাজ করবে।
বক্তারা বলেন, যে কোনো দুর্যোগে দুর্বিপাকে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি মানুষের পাশে থাকবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin